কোহালি আবেগ নিয়ন্ত্রণ করুক, পরামর্শ স্টিভের
কোহালিকে সব রকম পরিস্থিতি বুঝতে হবে, বলছেন স্টিভ।
দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট কোহালিকে দেখার
পরে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়ের মনে হচ্ছে, কিছু কিছু
ক্ষেত্রে ভারত অধিনায়ককে তাঁর আবেগটা নিয়ন্ত্রণ করতে হবে।
মোনাকোয় এক অনুষ্ঠানে যোগ দেওয়া স্টিভ মঙ্গলবার বলেছেন, ‘‘আমি দক্ষিণ
আফ্রিকায় কোহালিকে দেখেছি। আমার মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ও একটু বেশি
আবেগপ্রবণ হয়ে পড়েছে। তবে অধিনায়ক হিসেবে ও এখনও শিখছে।’’ সংবাদ সংস্থাকে
দেওয়া সাক্ষাৎকারে স্টিভ আরও বলেন, ‘‘অধিনায়ক হিসেবে কোহালি এখন একটা
প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। ও অনেক কিছু শিখছে। একটু সময় লাগবে ওকে ওর
আবেগ নিয়ন্ত্রণ করতে। তবে আমি জানি, ওই ভাবে খেলাটাই পছন্দ করে কোহালি।’’
তাঁর ক্রিকেট জীবনে ঠান্ডা মাথার জন্য স্টিভের পরিচিতিই হয়ে গিয়েছিল
‘আইসম্যান’ নামে। কোহালিকে দেখার পরে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়কের
উপলব্ধি, ‘‘কোহালিকে বুঝতে হবে দলের সবাই ওই একই রকম মানসিকতা নিয়ে খেলতে
পারবে না। এই ধরুন অজিঙ্ক রাহানে বা চেতেশ্বর পূজারা। এরা কিন্তু খুব
ঠান্ডা, শান্ত প্রকৃতির ছেলে। কোহালিকে তাই বুঝতে হবে, সবাই এক রকমের হয়
না।’’ সে ক্ষেত্রে কী করা উচিত কোহালির? স্টিভ মনে করেন, আগ্রাসনটা
নিয়ন্ত্রণ করতে হবে ভারত অধিনায়ককে। ‘‘কিছু কিছু ক্ষেত্রে আগ্রাসন কমাতে
হবে, কিছু কিছু ক্ষেত্রে বাড়াতে হবে। পরিস্থিতি অনুযায়ী সেটা করতে হবে।
কোহালিকে বুঝতে হবে কোন জায়গায় কোনটা দরকার,’’ বলেছেন স্টিভ। পাশাপাশি
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অবশ্য এটা পরিষ্কার বলে দিচ্ছেন, তিনি
যথেষ্ট সম্মান করেন ভারত অধিনায়ককে। ‘‘এই মুহূর্তে দলকে দুর্দান্ত নেতৃত্ব
দিচ্ছে কোহালি। ওর মধ্যে একটা ক্যারিশমা আছে, একটা এক্স ফ্যাক্টর আছে।
কোহালি চায় সবাই ওর রাস্তা অনুসরণ করুক। কোহালি চায়, টিম যেন ওর মতো
ইতিবাচক মনোভাব নিয়েই সারাক্ষণ খেলে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচ
জেতে।’’
ভারতীয় দল যে ভাবে খেলছে, তাতেও মুগ্ধ স্টিভ। তিনি বলেন, ‘‘গত দু’বছর
ধরে সব ধরনের ফর্ম্যাটে খুব ভাল খেলছে ভারত। ওদের রেকর্ডও খুব ভাল। কোহালির
অনেক প্রত্যাশা আছে টিমের কাছে। ও চায় সব ফর্ম্যাটের ক্রিকেটে এক নম্বর দল
হতে। যেটা বেশ কঠিন চ্যালেঞ্জ।’’
এ বছর ভারতের সামনে প্রথমে ইংল্যান্ড সফর, তার পরে অস্ট্রেলিয়া। নিজের
দেশে ভারতের খেলা নিয়ে স্টিভের বক্তব্য, ‘‘অস্ট্রেলিয়ার মাটিতে
অস্ট্রেলিয়াই ফেভারিট থাকবে। যেমন ভারতের মাটিতে ভারত থাকে। নিজের দেশে
অস্ট্রেলিয়ার রেকর্ডটা দারুণ। অবশ্যই কোহালির পারফরম্যান্স একটা
গুরুত্বপূর্ণ ব্যাপার হবে সিরিজের ভাগ্য ঠিক করে দেওয়ার ক্ষেত্রে।’’
অস্ট্রেলিয়াকে ফেভারিট বললেও স্টিভ মনে করেন, ভারতের জেতার সম্ভাবনা
ভালমতোই আছে। তাঁর বক্তব্য, ‘‘ভারতীয় দলটা এখন খুব ভাল খেলছে। ওদের দলে
তরুণ আর আত্মবিশ্বাসী ক্রিকেটারে ভরপুর। যারা, ঠিক তাদের অধিনায়কের মতো
বিশ্বাস করে অস্ট্রেলিয়ার মাটিতে জেতা সম্ভব।’’ এ বারের সফরে ভারত যে একটা
ব্যাপারে সুবিধে পাবে, সেটা বলছেন স্টিভ। কী সেটা? স্টিভ বলছেন, ‘‘অতীতে
অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারতীয় দলের চেয়ে এ বারের ভারতীয় দল বেশি সুবিধে
পাবে। কারণ অস্ট্রেলিয়ার পিচ আর এখন সে রকম জীবন্ত নেই। ভারতীয়
ব্যাটসম্যানদের পক্ষে মানিয়ে নিতে সুবিধে হবে। ভারতীয় স্পিনাররাও প্রভাব
ফেলতে পারবে ম্যাচে।’’