Wednesday, February 28, 2018

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার দল ঘোষণা

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার দল ঘোষণা

আগামী ৬ মার্চ শ্রীলঙ্কায় বসবে ত্রিদেশীয় নিদাহাস ট্রফির আসর। ইতিমধ্যে এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত ও বাংলাদেশ। এবারর নিদাহাস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান বোর্ড।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াশেখরের অনুমোদনের পর দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ৬ মার্চ শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত চলবে নিহাদাস ট্রফি। দ্বৈত লেগ পদ্ধতিতে হবে সিরিজের ম্যাচগুলো। সেরা দুটি দল ফাইনাল খেলবে।

শ্রীলঙ্কার ১৫ সদস্যের স্কোয়াড : দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দাসুন শানাকা, কুশাল জানিথ পেরেরা, থিসারা পেরেরা, জীভান মেন্ডিস, সুরাঙ্গা লাকমল (সহ-অধিনায়ক), ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আফোনসো, নুয়ান প্রদীপ, দুষমান্থে চামিরা ও ধনঞ্জয়া ডি সিলভা।
Collected : breakingnews.com.bd

0 comments:

Post a Comment

Best Java, Android Games, Apps

 
Best Java, Android Games, Apps Hot Downloads of 2015 !