বেঙ্গল টাইগার্সের বিরুদ্ধে মারাঠা অ্যারাবিয়ান্সের সাত উইকেটে জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছিলেন ডোয়েন ব্র্যাভো।
ওয়েস্ট ইন্ডিজের এই অল-রাউন্ডার কখনও গেয়ে মাঠ মাতান তো কখনও নেচে। এ বার তো তার চিকেন ডান্স ঘিরে মাতল গোটা ক্রিকেট বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে সেই নাচের দৃশ্য। টি১০ লিগে প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু ঘটছে। কেউ ব্যাট হাতে মাঠ মাতাচ্ছে তো কেউ বল হাতে। ডোয়েন ব্র্যাভো মাঠ মাতালেন নেচে। শনিবার শারজায় একটি বল উড়ে এসেছিল তাঁর দিকে। বসটি ক্যাচ ধরার আগে থেকে শুরু হয় তাঁর সেই চিকেন ডান্স। আফগান অল-রাউন্ডার মহম্মদ নবির ব্যাট থেকে উড়ে আসা সেই বল ধরার পরও তাঁর চিকেন ডান্স চলতে থাকে। বলটিও ছিল তাঁরই। নিজের বলেই ক্যাচ ধরলেন তিনি। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে ব্র্যাভো চার উইকেট নেন ও ব্যাট হাতে ২৭ রান করে অপরাজিত থাকেন। বেঙ্গল টাইগার্সকে সাত উইকেটে হারিয়ে দেয় তাঁর দল।
৩৫ বছরের ব্র্যাভো মাত্র দু'ওভারই বল করেছিলেন। আর তাতেই সব আলো ঘুরে গেল তাঁর দিকে। কারণ তাঁর ক্রিকেটের বাইরের নানান কীর্তি কলাপ।
যদিও অ্যারাবিয়ান্সরা দ্বিতীয় এলিমিনেশন ম্যাচে নর্দার্ন ওরিয়র্সের কাছে ১০ উইকেটে হেরে যায়। তার পর তৃতীয় স্থানের প্লে-অফে রবিবার তারা বেঙ্গল টাইগার্সের কাছে ছ'উইকেটে হেরে যায়।
তৃতীয় স্থানের লড়াইয়ে ব্র্যাভোমাদত্র দু'রান করে আউট হয়ে যান এবং একটি উইকেটই নেন। নর্দার্ন ওরিয়র্স পাখতুন্সকে ২২ রানে হারিয়ে এ বারের টি১০ লিগ জিত নেয়।
0 comments:
Post a Comment