Bangladesh Tigers

Bangladesh Cricket Team ALl the best for second Test

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, December 4, 2018

বিরাট কোহলি ও ভারতীয় ব্যাটিংকে আটকানোর টিপস দিলেন রিকি পন্টিং

বিরাট কোহলিকে আটকাতে অস্ট্রেলিয়া কী ভাবে ফিল্ডিং সাজাবে তারও উপদেশ দিয়েছেন রিকি পন্টিং। 

মাঝে আর মাত্র একটা দিন। তার পরই শুরু হয়ে যাবে অতিপ্রতিক্ষিত ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। যা নিয়ে দুই দেশের প্রাক্তন থেকে সাধারণ সমর্থকের মদ্যে জল্পনার কোনও শেষ নেই। প্রাক্তনরা তাঁদের মতো করে যাঁর যাঁর দেশের ক্রিকেটারদের উপদেশ দিয়ে যাচ্ছে তাঁদের অভিজ্ঞতা অনুযায়ী। এ বার বিরাট এবং ভারতকে আটকাতে নতুন টিপস দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান রিকি পন্টিং। কিছুদিন আগেই জেসন গিলেসপি তাঁর বক্তব্য জানিয়েছিলেন। পন্টিংয়ের উপদেশ, অস্ট্রেলিয়ার বোলারদের একমাত্র স্কিলই বিরাট কোহলি ও ভারতীয় ব্যাটিংকে ধাক্কা দিতে পারে। পন্টিং ক্রিকেট.কম.এইউকে দেওয়া সাক্ষাৎকারে ভারত সম্পর্কে তাঁর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন।
তিনি বলেন, ‘‘আমি যে অস্ট্রেলিয়া দলে খেলেছি তাদের সব সময়ই কিছু বলার থাকত। তার মধ্যে অবশ্যই কিছু ভাল ছিল। কথা না বলেও সম্ভব ছিল না। যদিও এটা খুব বাজে বিষয়। তোমাকে খেলার অবস্থান বুঝে নিকেজে তার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে না হলে মুখ ব্যবহার করতে হবে। তোমাদের স্কিল আর অ্যাকশন কাজে লাগাতে হবে। যদি সেটা হয় তাহলে ভারতকে ধাক্কা দেওয়া যাবে।''
বিরাট কোহলির জন্য সব দলকেই বাড়তি ভাবনা-চিন্তা করতে হয়। তাঁকে আটকাতে গেলে সাধারণ পদ্ধতিতে হবে না। পন্টিং বলেন, ‘‘যদি ব‌ল না ঘোরে, তাহলে বিরাটকে আউট করা কঠিন। এমন একজন প্লেয়ার যে খুব সহজেই রান করে তার মধ্যে বড় ইগো থাকবে। কিন্তু সেখানে অন্য রাস্তাও রয়েছে যেটা তোমরা করতে পার। তোমরা বেশ কয়েকজন ফিল্ডারকে আগেই বাউন্ডারিতে রেখে দিতে পার। ওকে বাউন্ডারি মারতে দেওয়া যাবে না। তবে শুরু থেকেই ওর বিরুদ্ধে আক্রমণাত্মক না হলেও চলবে। টাইট বোলিং করতে হবে। ও থার্ডম্যানে বল পাঠাতে পছন্দ করে। তাই বিভিন্ন জায়গায় ফিল্ডার রাখতে হবে। তাহলে ওর মাথায় ঢুকে যাবে আমরা কী করতে চাইছি।''
সব নজরই এখন বিরাট কোহলিতে আটকে। গোটা দেশ স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে আসার। বিশেষ করে দূর্বল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যেখানে নানা সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়ার ক্রিকেট। তার মধ্যে দলের সব থেকে গুরুত্বপূর্ণ দুই সিনিয়র ক্রিকেটার বল-বিকৃতিতে জনিয়ে নির্বাসিত। এই অবস্থায় ভারতের সামনে সব থেকে ভাল সুযোগ সিরিজ জয়ের।
ভারতের জন্য টেস্ট সিরিজ শুরুর আগে সব থেকে ভাল দিক দলের সব ব্যাটসম্যানরাই রানের মধ্যে রয়েছে। পৃথ্বী শ-র চোট ছাড়া ভারতীয় দলে আর কোনও অস্বস্তির জায়গা নেই।
টি২০ সিরিজ ১-১ ড্র করে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওডিআই সিরিজও খেলবে এই দুই দেশ।



ডোয়েন ব্র্যাভোর চিকেন ডান্সে মেতে সোশ্যাল মিডিয়া, দেখুন ভিডিও

বেঙ্গল টাইগার্সের বিরুদ্ধে মারাঠা অ্যারাবিয়ান্সের সাত উইকেটে জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছিলেন ডোয়েন ব্র্যাভো।

ওয়েস্ট ইন্ডিজের এই অল-রাউন্ডার কখনও গেয়ে মাঠ মাতান তো কখনও নেচে। এ বার তো তার চিকেন ডান্স ঘিরে মাতল গোটা ক্রিকেট বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে সেই নাচের দৃশ্য। টি১০ লিগে প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু ঘটছে। কেউ ব্যাট হাতে মাঠ মাতাচ্ছে তো কেউ বল হাতে। ডোয়েন ব্র্যাভো মাঠ মাতালেন নেচে। শনিবার শারজায় একটি বল উড়ে এসেছিল তাঁর দিকে। ব‌সটি ক্যাচ ধরার আগে থেকে শুরু হয় তাঁর সেই চিকেন ডান্স। আফগান অল-রাউন্ডার মহম্মদ নবির ব্যাট থেকে উড়ে আসা সেই বল ধরার পরও তাঁর চিকেন ডান্স চলতে থাকে। বলটিও ছিল তাঁরই। নিজের বলেই ক্যাচ ধরলেন তিনি। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে ব্র্যাভো চার উইকেট নেন ও ব্যাট হাতে ২৭ রান করে অপরাজিত থাকেন। বেঙ্গল টাইগার্সকে সাত উইকেটে হারিয়ে দেয় তাঁর দল।

৩৫ বছরের ব্র্যাভো মাত্র দু'ওভারই বল করেছিলেন। আর তাতেই সব আলো ঘুরে গেল তাঁর দিকে। কারণ তাঁর ক্রিকেটের বাইরের নানান কীর্তি কলাপ।
যদিও অ্যারাবিয়ান্সরা দ্বিতীয় এলিমিনেশন ম্যাচে নর্দার্ন ওরিয়র্সের কাছে ১০ উইকেটে হেরে যায়। তার পর তৃতীয় স্থানের প্লে-অফে রবিবার তারা বেঙ্গল টাইগার্সের কাছে ছ'উইকেটে হেরে যায়।
তৃতীয় স্থানের লড়াইয়ে ব্র্যাভোমাদত্র দু'রান করে আউট হয়ে যান এবং একটি উইকেটই নেন। নর্দার্ন ওরিয়র্স  পাখতুন্সকে ২২ রানে হারিয়ে এ বারের টি১০ লিগ জিত নেয়।

Best Java, Android Games, Apps

 
Best Java, Android Games, Apps Hot Downloads of 2015 !