Tuesday, December 4, 2018

বিরাট কোহলি ও ভারতীয় ব্যাটিংকে আটকানোর টিপস দিলেন রিকি পন্টিং

বিরাট কোহলিকে আটকাতে অস্ট্রেলিয়া কী ভাবে ফিল্ডিং সাজাবে তারও উপদেশ দিয়েছেন রিকি পন্টিং। 

মাঝে আর মাত্র একটা দিন। তার পরই শুরু হয়ে যাবে অতিপ্রতিক্ষিত ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। যা নিয়ে দুই দেশের প্রাক্তন থেকে সাধারণ সমর্থকের মদ্যে জল্পনার কোনও শেষ নেই। প্রাক্তনরা তাঁদের মতো করে যাঁর যাঁর দেশের ক্রিকেটারদের উপদেশ দিয়ে যাচ্ছে তাঁদের অভিজ্ঞতা অনুযায়ী। এ বার বিরাট এবং ভারতকে আটকাতে নতুন টিপস দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান রিকি পন্টিং। কিছুদিন আগেই জেসন গিলেসপি তাঁর বক্তব্য জানিয়েছিলেন। পন্টিংয়ের উপদেশ, অস্ট্রেলিয়ার বোলারদের একমাত্র স্কিলই বিরাট কোহলি ও ভারতীয় ব্যাটিংকে ধাক্কা দিতে পারে। পন্টিং ক্রিকেট.কম.এইউকে দেওয়া সাক্ষাৎকারে ভারত সম্পর্কে তাঁর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন।
তিনি বলেন, ‘‘আমি যে অস্ট্রেলিয়া দলে খেলেছি তাদের সব সময়ই কিছু বলার থাকত। তার মধ্যে অবশ্যই কিছু ভাল ছিল। কথা না বলেও সম্ভব ছিল না। যদিও এটা খুব বাজে বিষয়। তোমাকে খেলার অবস্থান বুঝে নিকেজে তার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে না হলে মুখ ব্যবহার করতে হবে। তোমাদের স্কিল আর অ্যাকশন কাজে লাগাতে হবে। যদি সেটা হয় তাহলে ভারতকে ধাক্কা দেওয়া যাবে।''
বিরাট কোহলির জন্য সব দলকেই বাড়তি ভাবনা-চিন্তা করতে হয়। তাঁকে আটকাতে গেলে সাধারণ পদ্ধতিতে হবে না। পন্টিং বলেন, ‘‘যদি ব‌ল না ঘোরে, তাহলে বিরাটকে আউট করা কঠিন। এমন একজন প্লেয়ার যে খুব সহজেই রান করে তার মধ্যে বড় ইগো থাকবে। কিন্তু সেখানে অন্য রাস্তাও রয়েছে যেটা তোমরা করতে পার। তোমরা বেশ কয়েকজন ফিল্ডারকে আগেই বাউন্ডারিতে রেখে দিতে পার। ওকে বাউন্ডারি মারতে দেওয়া যাবে না। তবে শুরু থেকেই ওর বিরুদ্ধে আক্রমণাত্মক না হলেও চলবে। টাইট বোলিং করতে হবে। ও থার্ডম্যানে বল পাঠাতে পছন্দ করে। তাই বিভিন্ন জায়গায় ফিল্ডার রাখতে হবে। তাহলে ওর মাথায় ঢুকে যাবে আমরা কী করতে চাইছি।''
সব নজরই এখন বিরাট কোহলিতে আটকে। গোটা দেশ স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে আসার। বিশেষ করে দূর্বল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যেখানে নানা সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়ার ক্রিকেট। তার মধ্যে দলের সব থেকে গুরুত্বপূর্ণ দুই সিনিয়র ক্রিকেটার বল-বিকৃতিতে জনিয়ে নির্বাসিত। এই অবস্থায় ভারতের সামনে সব থেকে ভাল সুযোগ সিরিজ জয়ের।
ভারতের জন্য টেস্ট সিরিজ শুরুর আগে সব থেকে ভাল দিক দলের সব ব্যাটসম্যানরাই রানের মধ্যে রয়েছে। পৃথ্বী শ-র চোট ছাড়া ভারতীয় দলে আর কোনও অস্বস্তির জায়গা নেই।
টি২০ সিরিজ ১-১ ড্র করে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওডিআই সিরিজও খেলবে এই দুই দেশ।



0 comments:

Post a Comment

Best Java, Android Games, Apps

 
Best Java, Android Games, Apps Hot Downloads of 2015 !