Wednesday, March 14, 2018

চাপে থাকবে শ্রীলঙ্কা: মাহমুদউল্লাহ

চাপে থাকবে শ্রীলঙ্কা: মাহমুদউল্লাহ

বুধবার নিজেদের শেষ ম্যাচে ভারত ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে। তিন ম্যাচে একটি জয়ে সমান দুই পয়েন্ট শ্রীলঙ্কা ও বাংলাদেশের। শুক্রবার এই দুই দলের লড়াইয়ে জয়ী দল খেলবে ফাইনালে।
টুর্নামেন্টে দুই দলের আগেই লড়াইয়ে ২১৫ রান তাড়ায় জিতে লঙ্কানদের স্তম্ভিত করে দেয় বাংলাদেশ। মাহমুদউল্লাহর বিশ্বাস, ওই ম্যাচে হারের স্মৃতির পাশাপাশি প্রত্যাশার চাপটাও অনুভব করবে লঙ্কানরা।
“নতুন দিনে সবকিছুই নতুন হবে। তবে চাপের কথা বললে হয়ত সেটা শ্রীলঙ্কাই অনুভব করবে। তাদের ঘরের মাঠ। তাদের দর্শক। প্রত্যাশা বেশি। আবার দর্শকের সমর্থন একটা শক্তিও। আমাদের জন্য নতুন একটি খেলা। নতুনভাবে মাঠে নেমে পরিকল্পনা কিভাবে কাজে লাগাতে পারি, সেটা নিয়েই ভাবতে হবে।”
ভারতের বিপক্ষে হারের ক্ষতগুলো সারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে আরও নিখুঁত ক্রিকেট উপহার দিতে চান মাহমুদউল্লাহ।
“আজকে আমাদের অনেক কিছুই ঠিক হয়নি। তবে সেসব নিয়ে বেশি ভাবলে বরং ক্ষতি হবে। যে জায়গাগুলোয় আমরা উন্নতি করতে পারি এবং পরের ম্যাচে কাজে লাগাতে পারি, সেগুলো ভাবতে হবে।”

0 comments:

Post a Comment

Best Java, Android Games, Apps

 
Best Java, Android Games, Apps Hot Downloads of 2015 !