Sunday, March 11, 2018

'নাগিন ড্যান্সে' এক লঙ্কান ক্রিকেটারকে কড়া জবাব দিয়েছেন মুশফিক!


'নাগিন ড্যান্সে' এক লঙ্কান ক্রিকেটারকে কড়া জবাব দিয়েছেন মুশফিক!




ইতিহাস গড়ে গতকাল শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে হারানোর পর বুনো উল্লাসে মেতে উঠেন জয়ের নায়ক মুশফিকুর রহিম। একই সঙ্গে দিয়ে ফেলেন নাগিন ড্যান্সও। যা দেখে অনেকে অবাক হয়েছেন। কারণ, অনেক দিন পর টি-টোয়েন্টিতে এমন জয়ে বুনো উল্লাস করতেই পারেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। কিন্তু হঠাৎ করে তিনি কেন এই ড্যান্স দিতে গেলেন।

যারা ক্রিকেটের একটু খোঁজ-খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন এই ড্যান্স দিয়ে থাকেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে সুযোগ পাওয়া স্পিনার নাজমুল ইসলাম অপু। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার এমন ড্যান্স দেখে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে। মিরপুরে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারলেও দুই উইকেট নিয়ে অভিষেককে রাঙিয়ে দিয়েছিলেন এই বাম-হাতি অর্থোডক্স স্পিনার। উইকেট নিয়েই দলের সঙ্গে নিজের সেই যথারীতি নাগিন ড্যান্সে উদযাপনও করেন। পরের ম্যাচে সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারতে হয় টাইগারদের। সেদিন অপুকে কিছুটা ব্যঙ্গ করেই উইকেট নিয়ে উদযাপন করতে থাকেন লঙ্কান অলরাউন্ডার দানুশকা গুনাথিলাকা।

গতকাল জয়ের পর মুশফিকের ওই উদযাপনকে অনেকে সেটারই পাল্টা জবাব হিসেবে দেখছেন। তাদের মতে, ড্যান্স দেওয়ার সময় মুশফিকের মুখেও যেন সেই প্রতিশোধের আগুন ঝরছিল। তবে আরেকটি পক্ষের মতে, ঘরের মাঠে হারের পর লঙ্কানদের মাঠে ইতিহাস গড়া জয়ের পর এমন উল্লাস করতেই পারেন তিনি। তবে এতেও মিলছে না উত্তর। অন্য পক্ষটির দাবি, উল্লাস করতে পারেন, কিন্তু তাই বলে কেন তিনি এই ড্যান্স দিতে গেলেন। যদিও এমন ড্যান্স কেন দিয়েছেন সে বিষয়ে এখনও কিছু বলেননি মিস্টার ডিফেন্ডেবল।
সূত্রঃ bd-pratidin.com

0 comments:

Post a Comment

Best Java, Android Games, Apps

 
Best Java, Android Games, Apps Hot Downloads of 2015 !