Saturday, March 10, 2018

ভারতকে টপকে বাংলাদেশের নতুন রেকর্ড


ভারতকে টপকে বাংলাদেশের নতুন রেকর্ড


এশিয়ার দলগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি এত দিন ছিল ভারতের দখলে। ২০০৯ সালে নিজ দেশের মাটিতে শ্রীলঙ্কাকে ভারত হারিয়েছিল ২০৭ রান তাড়া করে। শেষ পর্যন্ত তাদের স্কোরবোর্ডে জমা হয়েছিল ২১১ রান। তবে গতকাল ভারতকে পেছনে ফেলে এই রেকর্ড নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের অসাধারণ দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে সেই শ্রীলঙ্কাকেই টাইগাররা হারিয়েছে ২১৫ রানের লক্ষ্য তাড়া করে।

গতকাল শনিবার নিদাহাস ট্রফির ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সংগ্রহ করেছিল ২১৪ রান। বাংলাদেশের জয়ের আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ে দুই বল বাকি থাকতেই বাংলাদেশ পৌঁছে যায় জয়ের বন্দরে।

টি-টোয়েন্টিতে এর চেয়ে বেশি রান তাড়া করে জয়ের ঘটনা আছে আর মাত্র তিনটি। সবার ওপরে আছে অস্ট্রেলিয়ার নাম। এ বছরের ফেব্রুয়ারিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছিল ২৪৫ রান তাড়া করে। দুই নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালে তারা ২৩৬ রান তাড়া করে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। আর ২০১৬ সালে ইংল্যান্ড জিতেছিল ২৩০ রান তাড়া করে। সেটাও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর এর পরেই আছে বাংলাদেশের নাম। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই এখন সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি দখল করেছে।

এর আগে এই রেকর্ড ছিল ভারতের দখলে। ২০০৯ সালে মোহালিতে ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছিল ২১১ রান তাড়া করে।
সূত্র ঃ ntvbd.com

0 comments:

Post a Comment

Best Java, Android Games, Apps

 
Best Java, Android Games, Apps Hot Downloads of 2015 !