Wednesday, March 7, 2018

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের নাটকীয় জয়

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের নাটকীয় জয়

‘বি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার ২ রানে জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে।
দারুণ লড়াই করেছে অতিথিদের দশম উইকেট জুটি। ৮.২ ওভারে ১৭ রান তুলে লক্ষ্যটা নিয়ে এসেছিল হাতের নাগালে। কিন্তু শেষ রক্ষা হল না। শাপুর জাদরানকে কট বিহাইন্ড করে দলটে টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন ব্রায়ান ভিটোরি।
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে তিন বল বাকি থাকতে ১৯৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
১৭ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। সেখান থেকে দলকে দুইশ রানের কাছাকাছি নিয়ে যান ব্রেন্ডন টেইলর ও রাজা। দুই জনে পঞ্চম উইকেটে গড়েন ৯৮ রানের জুটি। তারা ছাড়া বিশের ঘরে যেতে পারেননি স্বাগতিকদের আর কেউ।
৮৮ বলে ৭টি চার ও তিনটি ছক্কায় ৮৯ রান করেন টেইলর। ৬৮ বলে ৬০ রান করেন ছন্দে থাকা রাজা। 
আগের ম্যাচে খরুচে বোলিং করা রশিদ খান ফিরেন ছন্দে। এই লেগ স্পিনার ৩৮ রানে নেন ৩ উইকেট। অফ স্পিনার মুজিব ৪৯ রানে নেন ৩ উইকেট। 
লক্ষ্য তাড়ায় ৫৮ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তানকে এগিয়ে নেন রহমত শাহ ও মোহাম্মদ নবি। চতুর্থ উইকেটে দুই জনে গড়েন ৯৮ রানের চমৎকার জুটি।
৬৯ রান করা রহমতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন ব্লেজিং মুজারাবানি। এরপর রাজার দুর্দান্ত এক ওভারে ম্যাচে ফিরে জিম্বাবুয়ে।
প্রথম বলে ফিরেন নবি। ৫৬ বলে ৫১ রান করে তিন হন স্টাম্প। এক বল পর হ্যামিল্টন মাসাকাদজার হাতে ক্যাচ দেন শরাফুদ্দিন আশরাফ। দুই বলে ছয় রান তুলে নিয়ে রাজার ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফিরেন রশিদ।
পরপর দুই ওভারে নাজিবুল্লাহ জাদরান ও মুজিব উর রহমানকে ফিরিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান মুজারাবানি। মাটি কামড়ে লড়াই করেন দৌলত জাদরান ও শাপুর। একটু একটু করে কমিয়ে আনছিলেন ব্যবধান। কিন্তু শেষের প্রতিরোধ ভেঙে ভিটোরি দলকে এনে দেন দারুণ জয়।   
৪৭ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার মুজারাবানি। রাজা ৩ উইকেট নেন ৪০ রানে।
‘বি’ গ্রুপের অন্য ম্যাচে হংকংকে ৪ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড। দুই ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। হার দিয়ে বাছাই পর্ব শুরু করল হংকং।
বিশ্বকাপ বাছাইয়ে দুই গ্রুপে খেলছে পাঁচটি করে দল। ‘এ’ ও ‘বি’ গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স পর্ব। এই পর্বের সেরা দুই দল খেলবে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে।
সূত্র-bdnews24.com

0 comments:

Post a Comment

Best Java, Android Games, Apps

 
Best Java, Android Games, Apps Hot Downloads of 2015 !